29.4.11

আপনার ব্লগার সাইটে Digg Button যুক্ত করুন

১)প্রথমেই ব্লগের ড্যাসবোর্ড এ চলে যান।

২) তারপর ডিজাইন অপশন >এডিট এইচটিএমএল>ডান পাশে উপরের দিকে থাকা Expand widget Templates option টা তে টিক মার্ক
দিয়ে দিন।



৩)এখন এই বক্স থেকে কোডটি খুজে বের করুন <data:post-body>  


৪) এখন ঐ জায়গায় নিচের কোডটি হুবহু কপি পেস্ট করে দিন।


<!-- DIGG -->
<div style='float:right; margin-left:10px;'>
<script type='text/javascript'>
digg_url = '<data:post.url/>';
</script>
<script src='http://digg.com/tools/diggthis.js'type='text/javascript'/>
</div>
<data:post.body/>





৫)এবার সেইভ টেমপ্লেট অপশন এ ক্লিক করে ভিউ ব্লগ এ গিয়ে দেখে নিন।এরকম কোন বাটন তৈরী হয়েছে কিনা 



No comments:

Post a Comment