29.4.11

দখিনের জানালা-তাহসান

ভব ঘুরে অন্তরে খুজে ফের আমারে
এই অনুযোগ প্রতিক্ষনে
আজ তুমি খুজে পাবে
আজ আমি ধরা দেবে
তোমার বাহুডোরে

দখিনের জানালা খুলে দেখ
আমি ঐ বাতাস
ঘরের আঙ্গিনায় খুজে দেখ
আমি ফুলের সুবাস
আমি আছি বেচে আছি
বৃষ্টির ঐ ফোটায়
আমি আছি বেচে আছি
গৌধুলীর শেষ ছটায়

যত দূরে যাই সরে
জানি ততই চাও মোরে
এই অনুযোগ প্রতিক্ষনে
মানবের অবয়বে
নাকি কোন ঝর হয়ে
তোমার বাহুডোরে



দখিনের জানালা খুলে দেখ
আমি ঐ বাতাস 
ঘরের আঙ্গিনায় খুজে দেখ 
আমি ফুলের সুবাস
আমি আছি বেচে আছি 
বৃষ্টির ঐ ফোটায়
আমি আছি বেচে আছি 
গৌধুলীর শেষ ছটায়

No comments:

Post a Comment