26.4.11

Microworkers(ধাপ-৫/facebook,digg,delicious,twitter)

পাঠক আপনার কী মাইক্রো ওয়ার্কাসের কাজ গুলো সহজ মনে হচ্ছে।হ্যা সহজ।তবে সব চেয়ে সহজ কাজ গুলো হল ফেসবুক,টুইটার,,ইত্যাদি সাইটে রেটিং বা ভোট দেওয়া।এক্ষেত্রে কাজ বলতে শুধু সাধারন ক্লিক বা কমেন্টস বা রেটিং দেওয়া।

 তবে ফেসবুক এ নিদ্দিষ্ট সংখ্যক বন্ধু থাকতে হবে যেটা কাজের বর্ণনাতে উল্লেখ থাকে।

আর টুইটারের ক্ষেত্রে টুইট বা রি-টুইট করতে বলা হয়।

আর Dgg.com-এ digg বাটন এ ক্লিক এবং অনেক সময় আপনি যে বিষয়ের উপর ডিগ করেছেন সেটার লিঙ্ক ক্লিক করে শেষ লাইনটা সাবমিট করতে বলা হয়।

 নিচে কিছু সোস্যাল বুক মার্কিং সাইটের ঠিকানা দেওয়া হল।যেখানে আপনারা রেজিষ্ট্রেশন করে কাজ শুরু করে দিতে পারবেন।
  1. http://digg.com/
  2. http://www.delicious.com/
  3. http://www.google.com/buzz
  4. http://www.yahoo.com/
  5. http://slashdot.org/
  6. http://www.reddit.com/
  7. http://www.stumbleupon.com/
  8. http://www.squidoo.com/
  9. http://mixx.com/
পোস্ট যদি আপনার উপকারে আসে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

No comments:

Post a Comment