26.4.11

Microworkers(ধাপ-৩/কীভাবে কাজ খুজতে হবে)

প্রিয় পাঠক আপনি মাইক্রো ওয়ার্কাস সাইটে আপনি হয়ত নতুন।কিন্তু আমরা আশা করি আপনি ধীরে ধীরে সব কাজ গুলো করতে পারবেন।আজকে আমরা কীভাবে কাজ খুজতে হয় তা নিয়ে আলোচনা করব।

 প্রথমেই কিছু পরামর্শ------------------------

  • Available jibs-এ ক্লিক করে কাজ গুলো দেখে নিতে হবে।
  • সতর্কতার সাথে কাজের বর্ননা গুলো পড়ে নিন।যদি তা আপনার আয়ত্তে থাকে তবে সেটি আপনি করবেন।অন্যথায় তা বাদ দিন।
  • নতুন হিসেবে আপনি সাইন-আপ বিষয়ক কাজ গুলো দিয়ে শুরু করতে পারেন।তবে এক্ষেত্রে আপনার ব্যাক্তিগত তথ্য গুলো না দেওয়াই উত্তম।এক্ষেত্রে আপনি আলাদা ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারেন।
  • আপনি অবশ্যই নিশ্চিত হয়ে কাজের প্রুপ জমা দেবেন।
  • কাজ শেষে task i finished option থেকে দেখে নিতে পারবেন আপনার করা কাজ গুলো।
  • পাশাপাশি আপনাকে নিয়মিত কাজ পেতে হলে সাকসেস রেট ৭৫% এর উপর রাখতে হবে।
  • যদি কখনো সাকসেস রেট ৭৫% এর নিচে নেমে যায়,তবে হতাশ না হয়ে ২-৩ দিন অপেক্ষা করুন।সাকসেস রেট আবার ১০০% এ পৌছে যাবে।


    No comments:

    Post a Comment