26.4.11

Microworkers(ধাপ-১)



মাইক্রোওয়ার্কাস সাইটটি মাইক্রো ফ্রীল্যান্সারদের জন্য জনপ্রিয় একটি জায়গা।কারন মাইক্রোওয়ার্কাস কতৃপক্ষ তাদের সততার মাধ্যমে এটা অর্জন করে নিয়েছে।এখানে আপনি একই একাউন্ট দিয়ে কাজ করিয়ে নেওয়া এবং নিজে কাজ করা দুটোই সারতে পারবেন।

কি ধরনের কাজ এখানে পাওয়া যায়.......................................
·         Sign up
·         Click and search
·         Bookmark
·         YouTube
·         Face book
·         Twitter
·         Voting & Rating
·         Yahoo Answer
·         Forum
·         Download & Install
·         Comments on blog
·         Write a review online
·         Write an Article
·         Classifieds posting
·         Blog/Website owners
·         Other
সাকসেস রেট এবং টেম্পু(Temp) কী.................................
এটা একটা গুরুত্তপূর্ন ব্যাপার যে মাইক্রো ওয়ার্কাস-এ কাজ পেতে হলে আপনাকে আবশ্যই সাকসেস রেট এবং টেম্পু ৭৫% এর উপর রাখতে হবে।যখন সফল ভাবে আপনি কোন কাজ সম্পন্ন করবেন এতে করে আপনাকে রেটিং দেওয়া হবে।আর ভুল হলে সেক্ষেত্রে রেটিং পাওয়া যাবে না।আর এই রেটিং উপর ভিত্তি করে সাকসেস রেট এবং টেম্পু।

বিঃদ্রঃ-যদি কখনো আপনার মনে হয় কাজ সঠিক ভাবে করার পরও আপনাকে রেটিং দেওয়া হয়নি,তবে সেক্ষেত্রে আপনি মাইক্রো ওয়ার্কাস কতৃপক্ষকে জানাতে পারবেন।

উপার্জনকৃত অর্থ আনতে হলে.......................................

নূন্যতম $১০ হলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন।টাকা তোলার জন্য আপনি এলার্ট পে,মানি- বুকার্স,পে-পেল দিয়ে দেশে নিয়ে আসতে পারবে।জমাকৃত টাকা কীভাবে হাতে পাবেন এ সংক্রান্ত বিষয়ে জানতে এই ব্লগটিতে চোখ রাখুন ।


প্রথম ধাপটি হল মাইক্রোওয়ার্কাস  এ নিবন্ধন করা।নিবন্ধন করতে এখানে ক্লিক করুন






1 comment: